আন্তর্জাতিক ডেস্ক : প্রায় দুই সপ্তাহ ধরে নিখোঁজ ছিল প্রেমিক-প্রেমিকা। তাদের নিখোঁজের খবর গড়ায় পুলিশের কাছে। অনুসন্ধানে পুলিশ জানতে পারে দুজনই প্রাপ্তবয়স্ক, আর আর একে অপরকে বিয়েও করতে চায়। তো বাধা কোথায়? থানাতেই ওই জুটির বিয়ের ব্যবস্থা করলো পুলিশ।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যে। ওই জুটির নাম বিনয় কুমার ও নেহা ভার্মা। তাদের জন্য থানার একটি কক্ষকে ফুল দিয়ে সাজানো হয়। উৎসব মুখর পরিবেশে বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বর প্রবেশ করেন ঘোড়ায় চড়ে। আর বাজনা বাজান পুলিশ সদস্যরা। বেশ ধুমধাম করেই হয় বিয়ে।
পরে অবশ্য ওই জুটির বিয়ে মেনে নেয় তাদের পরিবার। পরে তারা তাদের বিয়ের ছবি পোস্ট করা হয় সামাজিক যোগাযোগের মাধ্যমে।
এমটিনিউজ২৪/এম.জে/ এস