মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮, ০৫:৩৭:৫৬

পাকিস্তানি পুরুষদের থেকে স্ত্রীদের 'কেড়ে' নিচ্ছে চীন!

পাকিস্তানি পুরুষদের থেকে স্ত্রীদের 'কেড়ে' নিচ্ছে চীন!

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানি পুরুষদের কাছ থেকে স্ত্রীদের ‘কেড়ে’ নিয়েছে চীন৷ এমনটাই অভিযোগ পাকিস্তানি স্বামীদের৷ স্ত্রীদের সঙ্গে দেখা করার অনুমতিও দিচ্ছে না চীনা প্রশাসন৷ এমনকি তাদের সন্তানদের সঙ্গে ফোনেও কথা বলতে দেওয়া হচ্ছে না।

চীনের কাছ থেকে এমন ব্যবহার পেয়ে মন খারাপ স্ত্রীহারা পাকিস্তানি পুরুষদের৷ চীনের এই আচরণে ব্যাথিত সেই দেশের সরকারও৷ এই পাকিস্তানি পুরুষরা চীন-পাকিস্তান করিডরের কাছে অবস্থিত চীনের উইঘুর গ্রামে বসবাস করে৷ প্রতি বছর শরৎ ঋতুতে দুর্গম পার্বত্য কারাকোরাম হাইওয়ে পেরিয়ে বালোচ চলে আসে তারা৷ এই সময়টা তারা ফোনেই যোগাযোগ রেখে চলে৷ শীতকালটা দেশে কাটিয়ে ফের স্ত্রী সন্তানদের কাছে ফিরে যান তারা৷

কিন্তু গত বছর থেকে ছবিটা বদলে গেছে৷ স্ত্রীদের ফোন করেও কোনও উত্তর পাননি তারা৷ একরাশ উদ্বেগ নিয়ে গ্রামে ফিরে গিয়ে আরও হতবাক হওয়ার জোগাড়৷ জানতে পারেন তাদের পরিবারের সদস্যদের চীনা সেনা তুলে নিয়ে গেছে৷ চীনা সেনার সঙ্গে যোগাযোগ করার পর তারা জানতে পারেন, স্ত্রী সন্তানদের ‘রিএডুকেশন সেন্টারে’ নিয়ে যাওয়া হয়েছে৷ সেখানে তাদের ‘ট্রেনিং’ চলছে৷

বিষয়টি নিয়ে উদ্বিগ্ন পাকিস্তানও৷ এক পাকিস্তানি রাজনৈতিক নেতা জানিয়েছেন, চীন আমাদের বন্ধু৷ এই ঘটনা পাকিস্তান-চীন সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে৷ জানা গেছে, চলতি মাসে চীনের বিদেশমন্ত্রকের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছে ইসলামাবাদ৷

দেশের নিরাপত্তা স্বার্থে চীন উইঘুর স্ত্রী’দের তুলে নিয়ে গিয়েছে৷ দেশে কোনরকমের সন্ত্রাসের আস্তানা গড়তে চায় না বেইজিং৷ বিচ্ছিন্নতা মনোভাবকারীদের ‘রিএডুপকেশন সেন্টারে’ নিয়ে পাল্টা মগজ ধোলাই চালানো শুরু করেছে চীন৷ -কলকাতা২৪
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে