বুধবার, ২৮ মার্চ, ২০১৮, ০৭:০৯:২৫

পাকিস্তানী প্রধানমন্ত্রীকে জামা-কাপড় খুলিয়ে তল্লাশি মার্কিন বিমানবন্দরে

পাকিস্তানী প্রধানমন্ত্রীকে জামা-কাপড় খুলিয়ে তল্লাশি মার্কিন বিমানবন্দরে

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মিলেছিল লাল-গালিছা ও ডোনাল্ড ট্রাম্পের উষ্ণ আলিঙ্গন। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খকন আব্বাসির কপালে জুটল কি না একরাশ ‘হেনস্থা’! নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে জামা-কাপড় খুলিয়ে তাকে তল্লাশি করার ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে।

এই ঘটনা প্রকাশ্যে আসার পরেও যে ট্রাম্প প্রশাসনের খুব একটা হেলদোল রয়েছে, তা নয়। তবে, পাকিস্তানে কিন্তু এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছিল গত সপ্তাহে। অসুস্থ বোনের সঙ্গে দেখা করার জন্য নিউ ইয়র্কে পা দিতেই তল্লাশির মুখে পড়েন পাক প্রধানমন্ত্রী।

কেমন সেই তল্লাশি? ভিডিয়োয় দেখা গিয়েছে, যে কোট তিনি পরেছিলেন, সেটা হাতে ধরে রয়েছেন। তল্লাশিতে বিধ্বস্ত আব্বাসিকে গায়ের টি শার্ট ঠিক করতে দেখা গিয়েছে। তল্লাশির শেষে এক হাতে কোট, অন্য হাতে নিজের স্যুটকেস টানতে টানতে তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে যান।

পাক প্রশাসন বিষয়টি নিয়ে মুখ খুলছে না। তবে সেই দেশের সংবাদ মাধ্যম কিন্তু বিষয়টি নিয়ে আড়াআড়ি দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। জিও নিউজের বক্তব্য, শাহিদ খকন আব্বাসি সাধারণ মানুষের জীবন যাপন করেন। ব্রিটেনে গিয়েও তিনি ট্রেনে যাতায়াত করেছিলেন।

ব্যক্তিগত সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন বলেই হয়ত বাড়তি সুযোগ নিতে চাননি। অন্যপক্ষের পাল্টা দাবি, রাষ্ট্রপ্রধানদের কোনও সফরই ব্যক্তিগত নয়। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকা সত্ত্বেও তল্লাশি করে শুধু আব্বাসিকে অপমান করেনি মার্কিন প্রশাসন, এটা পাকিস্তানেরও অপমান। এবিপি

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে