আন্তর্জাতিক ডেস্ক: মরদেহ বহনকারী গাড়ি না পাওয়ায় ভ্যানে করে বাবার মরদেহ নিয়ে যেতে বাধ্য হয়েছে দুই সন্তান। ভারতের উত্তর প্রদেশের বরাবাকির শহরে ঘটেছে এই ঘটনা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ত্রিভেদিগঞ্জ হেল সেন্টারে (সিএইচসি) ওই ব্যক্তির মৃত্যুর পর কর্তৃপক্ষ মরদেহবাহী গাড়ি দিতে অস্বীকৃতি জানায়। শেষে বাধ্য হয়ে আট কিলোমিটারের পথ ভ্যানে করেই ৫০ বছর বয়সী বাবার মরদেহ বয়ে নিয়ে যায় তার দুই সন্তান।
এ বিষয়ে প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. আর. চন্দ্র বলেন, পুরো জেলার জন্য তাদের মাত্র দুটি মরদেহবাহী গাড়ি রয়েছে। সিএইচসি’তে এই সুবিধাও নেই এবং অ্যাম্বুলেন্সেও মরদেহ নেয়ার ব্যবস্থা নেই।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস