শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮, ০৪:৪২:১৩

থাইল্যান্ডে বাসে আগুন লেগে মিয়ানমারের ২০ শ্রমিক নিহত

থাইল্যান্ডে বাসে আগুন লেগে মিয়ানমারের ২০ শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমার থেকে থাইল্যান্ডে আসা অভিবাসীদের বাসে আগুন লেগে মিয়ানমারের ২০ শ্রমিক নিহত হয়। বাসে মোট ৪৭ জন শ্রমিক ছিলেন। যারা বৈধভাবে থাইল্যান্ডে আসছিলেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, বাকিরা অক্ষত আছেন।

থাইল্যান্ডের পশ্চিম সীমান্তে শুক্রবার ভোরে মিয়ানমার থেকে সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে প্রবেশের কিছুক্ষণ পরই বাসটিতে আগুন লাগে।

বাসচালক জানিয়েছেন, বাসের আসন সারির মাঝামাঝির দিকে হঠাৎ করেই আগুন জ্বলতে শুরু হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে