আন্তর্জাতিক ডেস্ক : যোগী আদিত্যনাথের আমলে উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা ব্যবস্থা যে একেবারে তলানিতে এসে ঠেকেছে, সেকথা আরও একবার প্রমাণ হয়ে গেল।
ইলাহাবাদে প্রকাশ্য রাস্তায় দু হাতে পিস্তল নিয়ে এসে এক অপরাধীকে দেখা গেল গুলি ছুঁড়তে।
পুরো ঘটনাটি এলাকার একটি দোকানে লাগানো সিসিটিভিতে ধরা পড়েছে।
দুদিন আগের ঘটনা এটি। এই ঘটনার থেকে বোঝা যাচ্ছে উত্তরপ্রদেশে আইন-শৃঙ্খলা ব্যবস্থা একেবারেই তলানিতে ঠেকেছে। শুধু গোলাগুলি চালানো নয়, গুন্ডাগিরিও করতে দেখা গিয়েছে ওই অপরাধীকে
ঘটনায় কেউ জখম না হলেও, ভয় পুলিশে কেউ অভিযোগ জানায়নি।-এবিপি আনন্দ
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস