আন্তর্জাতিক ডেস্ক : প্রেমিকা ফেসবুকে আসক্ত। সোশ্যাল মিডিয়ায় প্রেমিকার একাধিক পুরুষ বন্ধু রয়েছে। দিনের বেশিরভাগ সময়ই ফেসবুকে ব্যস্ত প্রেমিকা। আর এতেই বিয়েতে বেঁকে বসল প্রেমিক। এদিকে দীর্ঘদিনের সম্পর্কে প্রেমিক বিয়েতে বেঁকে বসতেই, তার বিরুদ্ধে পাল্টা থানায় সম্ভ্রম নষ্টের অভিযোগ দায়ের করলেন প্রেমিকা।
কলকাতার নেতাজিনগর থানার এই ঘটনায় ফের সামনে এলো ব্যক্তিজীবনে সোশ্যাল মিডিয়ার কারণে নিরাপত্তহীনতার প্রসঙ্গ। জানা গেছে, হাইল্যান্ড পার্কে একটি শপিংমলে কাজ করত যুগল। একসঙ্গে কাজ করার সূত্রেই ২৪ বছরের সোমনাথ কুণ্ডুর সঙ্গে আলাপ হয় বছর বিশের যুবতির।
পরে সেই আলাপ গড়ায় বন্ধুত্বে। ধীরে ধীরে বন্ধুত্বে ঘনিষ্ঠতা বাড়ে, প্রেমে পরিণতি পায়। পারিবারিক সূত্রে খবর, দুই বাড়ির মধ্যে বিয়ের কথাও হয়ে গিয়েছিল। কিন্তু প্রেমিকার ফেসবুক আসক্তি নিয়ে মাঝমধ্যেই দুজনের মধ্যে মনোমালিন্য হত। ঝগড়া লেগে থাকত।
ফেসবুকে প্রেমিকার অনেক পুরুষ বন্ধুতে আপত্তি ছিল সোমনাথের। কিন্তু প্রেমিকের আপত্তি কানেই তোলেননি প্রেমিকা। জানা গেছে, বুধবার রাতে ফেসবুকে চ্যাট করা নিয়েই দুজনের মধ্যে ফের তুমুল কথা কাটাকাটি হয়। এরপরই বিয়েতে বেঁকে বসেন সোমনাথ।
কোনও রকম সম্পর্ক রাখতে অস্বীকার করেন তিনি। বিয়ে করতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন প্রেমিকাকে। আর তারপরই পরিণতি হলো ভয়াবহ! নেতাজিনগর থানায় প্রেমিক সোমনাথের বিরুদ্ধে সম্ভ্রম নষ্টের অভিযোগ দায়ের করেন ওই যুবতী।
ওই যুবতীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই সোমনাথের সঙ্গে তার সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বহুবার তার সঙ্গে সহবাস করেছেন সোমনাথ। যুবতীর অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত সোমনাথকে গ্রেফতার করেছে নেতাজিনগর থানা।
এমটিনিউজ/এসএস