শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮, ১০:২৫:০৭

উত্তাল গাজা: ইসরায়েলি সেনাদের হামলায় নিহত ৭ ফিলিস্তিনি

উত্তাল গাজা: ইসরায়েলি সেনাদের হামলায় নিহত ৭ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় ভূমি দিবসের বিক্ষোভে ইসরায়েলি হামলায় হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ খবর অনুযায়ী, এ পর্যন্ত অন্তত সাত ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাড়ে পাঁচশ' ফিলিস্তিনি।

আজ শুক্রবার হামাস নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের লক্ষ্য করে করে নির্বিচারে বন্দুকের গুলি, কামানের গোলা ও টিয়ার শেল নিক্ষেপ করে দখলদার ইসরায়েলি সেনারা। ইসরায়েলি প্রতিরক্ষা সূত্র জানায়, গাজা সীমান্তে 'মার্চ অব রিটার্ন' নামে বিক্ষোভে প্রায় ২০ হাজার ফিলিস্তিনি অংশ নেয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর গাজায় ১৬ বছর বয়সী আহমাদ ওদে, পূর্ব জাবালিয়ায় ২৫ বছর বয়সী মোহাম্মাদ কামাল নাজ্জার, রাফায় আমিন মোহাম্মাদ মুয়াম্মার ও ১৯ বছর বয়সী মোহাম্মাদ আবু ওমর, পূর্ব গাজায় মাহমুদ সাদি রাহমি ও জিহাদ ফারিনাহ নিহত হয়েছেন।

এর আগে আজ সকালে খান ইউনুসে কামানের গোলা দিয়ে ৩১ বছর বসয়ী কৃষক ওমর সামুরকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। প্রতি বছর ৩০ মার্চ ফিলিস্তিনিরা নিজ ভূমিতে ফেরার দাবিতে ভূমি দিবস পালন করে থাকে।

১৯৭৬ সালের এ দিনে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনিদের ২১ হাজার বর্গকিলোমিটার ভূমি নতুন করে নিজেদের দখলের সিদ্ধান্ত ঘোষণা করে। এরপরই ফিলিস্তিনিরা ওই দিনটিকে ভূমি দিবস হিসেবে নামকরণ করে। সূত্র: পার্স টুডে

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে