সোমবার, ০২ এপ্রিল, ২০১৮, ০৯:১২:৩৫

ভারতজুড়ে বিক্ষোভ, বিপর্যস্ত নয়টি রাজ্য, নিহত ৭

ভারতজুড়ে বিক্ষোভ, বিপর্যস্ত নয়টি রাজ্য, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : কোথাও পুলিশের সঙ্গে সংঘর্ষ। তো কোথাও অবরোধ। দলিত সংগঠনগুলোর ডাকা ভারত বন্‌ধ নিয়ে সোমবার অশান্তি ছড়িয়ে পড়ল রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, পাঞ্জাব, উত্তরপ্রদেশে, হরিয়ানা ও দিল্লির মতো ভারতের নয় রাজ্যে। সব মিলিয়ে মৃত্যু হয়েছে ৭ জনের।

সবচেয়ে খারাপ পরিস্থিতি মধ্যপ্রদেশে। দলিত সংগঠনগুলোর সঙ্গে পুলিশে খণ্ডযুদ্ধে সেখানে পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ছ’জন। সোমবার সকালের দিকে প্রথম বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছিল পাঞ্জাব ও ওড়িশা থেকে। এর পর তা এক রাজ্য থেকে অন্য রাজ্যে ছড়িয়ে পড়ে।

মধ্যপ্রদেশের গ্বালিয়র এবং মোরেনায় আন্দোলনকারী দলিতদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন এক ছাত্র নেতা। মধ্যপ্রদেশের ভিন্দ, সাগর এবং সাতনা জেলা থেকেও সংঘর্ষের খবর এসেছে। ভাঙচুর করা হয়েছে যানবাহন। দলিত বিক্ষোভ ঠেকানোর জন্য গ্বালিয়রে আপাতত বড় জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কাল সকাল পর্যন্ত বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা।

মধ্যপ্রদেশের পাশাপাশি দলিতদের ডাকা ধর্মঘট নিয়ে অশান্ত হয়ে উঠেছে বিজেপি শাসিত রাজস্থান এবং ঝাড়খণ্ড। রাজস্থানের জয়পুর ও আলওয়ারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গ্রেফতার করা হয়েছে কমকরে ৩০ জন আন্দোলনকারীকে। ঝাড়খণ্ডে বন‌্ধ ভাঙার জন্য পুলিশকে লাঠি চালাতে হয়েছে। রাজস্থানে মৃত্যু হয়েছে এক জনের। অন্য দিকে উত্তরপ্রদেশেও এক জনের মৃত্যু হয়েছে।

দলিতদের দাবিকে সমর্থন করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তবুও তার রাজ্যও থেকেও কিন্তু অশান্তির খবর এসেছে। ভীম আর্মির কর্মীরা পটনায় সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায়। আটকে দেওয়া হয় ট্রেন। ওড়িশার সম্বলপুরে দলিতদের একটি সংগঠনের রেল অবরোধে‌ নাস্তানাবুদ হতে হয় যাত্রীদের। সড়ক অবরোধের জেরে থমকে গিয়েছে উত্তরপ্রদেশের বেশ কয়েকটা জায়গার যান চলাচল। সেখানে বেশ কয়েকটা গাড়িতে অগ্নি সংযোগ করা হয়েছে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে