মঙ্গলবার, ০৩ এপ্রিল, ২০১৮, ১২:০১:৫০

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ ঘোষণা করা উচিত : হাফিজ সইদ

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ ঘোষণা করা উচিত : হাফিজ সইদ

আন্তর্জাতিক ডেস্ক :  রবিবার জম্মু-কাশ্মীরে ১৩ জন খতম হওয়ার খবর শুনে উত্তেজিত জামাত-উদ-দাবা প্রধান হাফিজ সইদ প্রতিশোধ নেওয়ার হুমকি দেয়৷ সেনা অভিযানের পরে একটি ভিডিওতে ভীত-সন্ত্রস্ত সইদ, পাক সরকারকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার দাবি জানিয়েছে৷ হাফিজ সইদ আরও বলেন, ‘ভারতের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ ঘোষণা করা উচিত’।

পাশাপাশি কাশ্মীরবাসীদের দুশ্চিন্তাকে অগ্রাহ্য করে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণায় রীতিমতো হুমকির সুর সইদের গলায়৷ একইসঙ্গে কাশ্মীরে হুরিয়ত নেতাদের ডাকা দুদিনের বনধ্-কে সমর্থন করেছে সইদ৷

প্রসঙ্গত, হাফিজ সইদের ওপর আমেরিকা ১০ মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কার ঘোষণা করেছে৷ এদিকে, পাকিস্তানে আগামী নির্বাচনে দাঁড়াতে পারে হাফিজ সইদ৷ গত বছর পাকিস্তানে ভোটে দাঁড়ানোর কথা শেষমেশ ঘোষণা করেছিল মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদ৷

জামাত-উদ-দাবার প্রধান হাফিজ জানিয়েছিল, পরবর্তী বছরে ২০১৮ সালে পাকিস্তানে হতে চলা অ্যাসেম্বলি ইলেকশনে সে লড়বে৷ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হাফিজ জানায় সে, মিল্লি মুসলিম লীগ বা এমএমএল দলের হয়ে নির্বাচনে দাঁড়াবে৷ যদিও জামাত-উদ-দাবাকে সন্ত্রাসবাদে চালানোর অভিযোগে আমেরিকা ইতিমধ্যেই ব্ল্যাকলিস্টে রেখেছে৷ -কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে