মঙ্গলবার, ০৩ এপ্রিল, ২০১৮, ১২:৪৮:৩৪

বিলাসবহুল গাড়ি দিয়ে চুরি করা হচ্ছে গবাদিপশু

বিলাসবহুল গাড়ি দিয়ে চুরি করা হচ্ছে গবাদিপশু

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের দামি গাড়িগুলোর মধ্যে অন্যতম ম্যালিবু শেভ্রলে। প্রায় ৩০ হাজার মার্কিন ডলারের বেশি দামের এই গাড়িতে যেখানে বেশিরভাগ মানুষই চড়তে পারে না, সেখানে এসব গাড়ি ব্যবহার করা গবাদিপশু চুরি করা হচ্ছে।

উজবেকিস্তানে ঘটেছে এমন ঘটনা। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, উজবেকিস্তানের বুখারা গ্রামে গত কিছুদিন থেকেই চুরি যাচ্ছিল গরু-ছাগল, ভেড়াসহ নানা ধরনের গবাদিপশু। কোথা থেকে কিভাবে এসব পশু হঠাৎ হাওয়া হয়ে যাচ্ছে, কেউ ধরতে পারছিল না। আর চোরও ভীষণ সতর্ক। কখন চুরি যায়, আর সেগুলো কিভাবে গ্রামের বাইরে চলে যায়, কেউই ধরতে পারছিল না।

অনেক অনুসন্ধানের পর জানা যায়, পুলিশের চোখ ফাঁকি দেবার জন্য চোরের দল চুরি যাওয়া পশু একটি ম্যালিবু শেভ্রলে গাড়িতে করে আনা নেওয়া করত। দামি গাড়িটি গ্রামে ঢোকার বা বেরুনোর সময় কেউ সন্দেহ করেনি।

আবার দামি গাড়ি বলে কেউ প্রশ্নও করেনি প্রায়ই কেন আসে এই গাড়ি, আর কার কাছে আসে। গত কয়েকদিন ধরে ম্যালিবু শেভ্রলে গাড়ির পেছনের জানালা দিয়ে মুখ বের করে থাকা একটি বাছুরের ছবি নিয়ে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যম এখন সরগরম।

অনেকে ক্যাপশন দিয়েছেন, দামি গাড়িতে চড়ে গরুটি অন্তত খুশি। কেউ লিখেছেন, ম্যালিবু গাড়িতে করে বিয়ের কনের মত এসেছে বাছুর।

জেনারেল মোটরসের এই অ্যামেরিকান ব্রান্ড ম্যালিবু শেভ্রলে উজবেকিস্তানে ভীষণ জনপ্রিয়। শেভ্রলের দাম এখন বিশ্বব্যাপী অনেক কমে গেলেও, ৩০ হাজার মার্কিন ডলারের বেশি দামের, মালিবু শেভ্রলে এখনো বেশ দামি। আর উজবেকিস্তানের বাজারে এটি সবচেয়ে দামি গাড়ীর অন্যতম।

পুলিশ বলছে, চুরি করা গবাদি পশু সীমান্তে বিক্রি করতো সংঘবদ্ধ চোরের দল। আর গাড়িটিও চুরি করা গাড়ি। তবে গাড়ির মালিকের সন্ধান এখনো পায়নি পুলিশ।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে