বুধবার, ০৪ এপ্রিল, ২০১৮, ১২:১৮:৪৩

মিয়ানমারে যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

মিয়ানমারে যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। কারিগরি ত্রুটির কারণে সামরিক এই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটেছে।

মিয়ানমারের সেনাপ্রধানের দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, মিয়ানমারের রাজধানী নেপিদো থেকে এক ঘন্টার দুরত্বে বিমানটি বিধ্বস্ত হয়। নিহত পাইলটের নাম মেজর আরকার উইন। তার বয়স আনুমানিক ৩০ বছর।

এদিকে, পুলিশ জানায়, সিঙ্গেল সিটার এফ-৭ জেট ফাইটার সামরিক বিমানটি বেলা ১০টার দিকে দুর্ঘটনায় পড়ে। মিয়ানমারের মধ্যাঞ্চলের একটি গ্রামের ধানক্ষেতের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়। গ্রামবাসীরা পাইলটকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

সূত্র: এএফপি

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে