আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার স্থানীয় সময় বিকেল চারটায় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবের কার্যালয়ে হামলা চালায় এক নারী আততায়ী। গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
এই মুহূর্তে ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ। চারজন ওই নারীর গুলিতে আহত হয়। এসময় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের শেষ অবস্থা জানা যায়নি। বিবিসি'র খবর অনুযায়ী, পুলিশ জানিয়েছে ওই নারী তার নিজের গুলিতেই নিহত হন।
ঘটনাস্থল থেকে যে সকল ভিডিও ফুটেজ পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে, সান ব্রুনো কার্যালয়ে হঠাৎ করে গোলাগুলির শব্দ শোনার পর কর্মীরা বিভিন্ন দিকে পালাতে শুরু করে। এরপর পুলিশ সদর দফতরের চারদিকে অবস্থান নেয়।
ইউটিউবের পক্ষ থেকে এখনো কিছু না জানানো হলেও ইউটিউবের মালিক প্রতিষ্ঠান গুগলের পক্ষ থেকে এই গোলাগুলির ঘটনায় একটি তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস