বুধবার, ০৪ এপ্রিল, ২০১৮, ০৮:০১:৫৪

একইদিন একইসাথে বাবা হলেন জমজ দুই ভাই!

একইদিন একইসাথে বাবা হলেন জমজ দুই ভাই!

জীন গতভাবে জমজ ভাইদের মিল থাকলেও বংশগত বা অন্যকোনভাবে তাদের মধ্য মিল পাওয়া যায় না। কিন্তু এবার সেই কাহিনী ঘটলো মার্কিন যুক্তরাষ্ট্রে।

মিশিগান রাজ্যের দুই ভাই জাস্টিন ও জসুয়া থরিংটনের খুব মিল। তারা যেমন জন্মগ্রহণ করেছিলেন এক দিনে তেমন বহুদিন একত্রেই কাটিয়েছেন। এরপর তারা দুই ভাই বিয়ে করেন ভিন্ন দুই নারীকে।

দুই ভাইয়ের স্ত্রীই গর্ভবতী ছিলেন। সন্তান জন্মদানের তারিখ এগিয়ে আসাতে তাদের মিশিগান রাজ্যের থ্রাভার্স সিটির হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করা হয়। এরপর তাদের সন্তান জন্মদানের সম্ভাব্য তারিখ প্রায় দুই সপ্তাহের ব্যবধান ছিল।

গত ২৭ মার্চ এক ভাই জসুয়ার স্ত্রী প্রথমে হাসপাতালে ভর্তি হন। তাদের এক সন্তান জন্মগ্রহণ করে। এর ঘণ্টাখানেক পরেই অপর ভাই তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে হাজির হন। তারও প্রসব বেদনা শুরু হয়।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে