বুধবার, ০৪ এপ্রিল, ২০১৮, ০৯:১৬:০২

প্রতিবন্ধকতার সার্টিফিকেট যোগাড় করতে স্বামীকে পিঠে বয়ে নিয়ে এলেন স্ত্রী!

প্রতিবন্ধকতার সার্টিফিকেট যোগাড় করতে স্বামীকে পিঠে বয়ে নিয়ে এলেন স্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক : শারীরিক প্রতিবন্ধকতার সার্টিফিকেট যোগাড় করতে স্বামীকে পিঠে  চাপিয়ে নিয়ে এলেন স্ত্রী। এই ঘটনার পর মথুরার মুখ্য মেডিক্যাল অফিসার (সিএমও) ওই ব্যক্তিকে সার্টিফিকেট দিলেন।

এর আগে জানা যায়, এই সার্টিফিকেট যোগাড় করতে এক মহিলা শারীরিক প্রতিবন্ধী স্বামীকে কাঁধে করে বয়ে নিয়ে এসেছেন।

মহিলার নাম বিমলা। তাঁর স্বামী ছিলেন ট্রাক চালক। কিছু সমস্যার কারণে কয়েকমাস আগে বিমলার স্বামীর পা কেটে বাদ দিতে হয়। স্বামী যাতে প্রতিবন্ধী সার্টিফিকেট পান, সেজন্য সিএমও অফিসে এসেছিলেন। তখন তাঁকে বলা হয় যে, তাঁর স্বামীর ছবি তুলতে হবে।

বাড়িতে তিন চাকার কোনও যান নেই। কাজেই স্বামীকে পিঠ চাপিয়েই সিএমও অফিসে আসতে বাধ্য হন বিমলা।
বিমলা বলেছেন, আমাদের হুইল-চেয়ার বা রিক্সা নেই। স্বামীর সার্টিফিকেট যোগাড় করতে বিভিন্ন অফিসে ঘুরতে হয়েছে তাঁদের। কিন্তু সার্টিফিকেট মেলেনি।

এ ব্যাপারে উত্তরপ্রদেশের মন্ত্রী ভূপেন্দ্র চৌধুরী বলেছেন, সভ্য সমাজে এই ঘটনা খুবই দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় সাহায্য করা হবে।-এবিপি আনন্দ
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে