বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১৮, ১১:১৩:৫৮

বিমান বিধ্বস্ত; এখন পর্যন্ত মৃত ২৫৭

বিমান বিধ্বস্ত; এখন পর্যন্ত মৃত ২৫৭

আন্তর্জাতিক ডেস্ক : আলজেরিয়ায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত মৃত অন্তত ২৫৭ জন । নিহতদের বেশির ভাগই সামরিক বাহিনীর লোক এবং তাদের পরিবারের সদস্য। স্থানীয় সময় গতকাল বুধবার সকালে দেশটির বৌফারিক বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই পার্শ্ববর্তী একটি মাঠে ধ্বংস হয় সামরিক পরিবহন বিমানটি। দেশটিতে প্রায়ই বিমান দুর্ঘটনা ঘটে।

আলজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটিতে ২৪৭ জন যাত্রী ও ১০ জন ক্রু ছিল। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ স্পষ্ট নয়। সেনাপ্রধান দুর্ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

রাজধানী আলজিয়ার্স থেকে ২৫ কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই কয়েক শ অ্যাম্বুল্যান্স ও কয়েক ডজন ট্রাক হুইসেল বাজিয়ে ঘটনাস্থলের দিকে ছুটে যায়। ভিডিও ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়ছে। প্রচুর মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। মৃতদেহগুলো সারিবদ্ধভাবে মাঠে রাখা হচ্ছে। কর্তৃপক্ষ সেখানে আরো মৃতদেহ আছে কি না তা খুঁজে দেখছিল।

আলজেরিয়ার প্রতিরক্ষা উপমন্ত্রী জেনারেল আহমেদ জিয়াদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ঘটনা তদন্তের নির্দেশ দেন। পরিবহন বিমানটি দক্ষিণ-পশ্চিম আলজেরিয়ার বিসার প্রদেশের তিনদৌফে যাচ্ছিল। গণমাধ্যমের খবরে জানা গেছে, দুর্ঘটনাকবলিত বিমানটি ইলিউশিন ১১-৭৬ মডেলের। এটি রাশিয়ার তৈরি।

আলজেরিয়ার ক্ষমতাসীন দল এফএলএনের একজন সদস্য প্রাইভেট চ্যানেল ইনাহার টিভিকে বলেন, নিহতদের মধ্যে মরক্কোর বিদ্রোহী গোষ্ঠী পোলিসারিওর ২৬ সদস্য রয়েছে। পশ্চিমা সাহারা অঞ্চলের এই গ্রুপটি মরক্কো থেকে স্বাধীনতার জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আলজেরিয়া সরকার এ বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে। বিমান যে তিনদৌফ ঘাঁটিতে যাচ্ছিল, তা পশ্চিম সাহারা সীমান্তে অবস্থিত।

সাম্প্রতিক সময়ে এটাই আলজেরিয়ার সবচেয়ে বড় প্রাণঘাতী বিমান দুর্ঘটনা। এর আগে ২০১২ সালে দুটি সামরিক বিমানের সংঘর্ষে দুই পাইলট নিহত হয়েছিল। ২০১৪ সালে দেশটির পূর্বাঞ্চলে একটি সামরিক পরিবহন বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিল ৭৭ জন।

২০১৪ সালের জুলাইয়ে মালিতে বিধ্বস্ত হয় আলজেরিয়ার একটি বিমান। তাতে ৫৪ জন ফরাসিসহ নিহত হয়েছিল ১১৬ জন। একই বছরের অক্টোবরে একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত হয় দুজন। ২০০৩ সালে এয়ার আলজেরিয়ার একটি বোয়িং বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিল ১০৩ জন। সূত্র : বিবিসি, এএফপি।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে