বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১৮, ১১:৪৮:৩৫

হুথি বিদ্রোহীদের মিসাইল ধংস করতে সমর্থ হল সৌদি আরব

হুথি বিদ্রোহীদের মিসাইল ধংস করতে সমর্থ হল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে ক্ষমতা দখলকারী হুথি বিদ্রোহীদের ছোঁড়া মিসাইল ধংস করতে সমর্থ হল সৌদি আরব৷ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার দাবি, আরব রাজধানী রিয়াধের কাছে এই ক্ষেপণাস্ত্র ধংস করা হয়৷

অন্তত তিনবার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে৷ ঘটনাস্থল থেকে বের হচ্ছে ধোঁয়া৷ আগেও সৌদি আরবের উপর মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী৷ সৌদি আরবের অভিযোগ, হুথিদের মদত দিচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরান৷

পারস্য উপসাগরীয় এলাকায় ইয়েমেনের গৃহযুদ্ধ অব্যাহত৷ এই সংঘর্ষে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে ক্ষমতাচ্যুত করে রাজধানী সানার দখল নিয়েছে হুথি গোষ্ঠী৷ দেশ থেকে পালিয়ে প্রথমে সৌদি আরবে রাজনৈতিক আশ্রয় নেন মনসুর হাদি৷

তাঁকে সমর্থন করে সৌদি আরব নেতৃত্বাধীন বিভিন্ন আরব দেশগুলি৷ তাদের মিলিত বাহিনী হামলা চালাতে শুরু করেছে ইয়েমেনের উপরে৷ এই সুযোগে ইয়েমেনের বিখ্যাত এডেন বন্দর পুনরায় দখল করে সংঘর্ষ জারি রেখেছেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট৷

২০১৫ সাল থেকে চলা ইয়েমেনের এই গৃহযুদ্ধের জেরে ইসলামি দুনিয়া আড়াআড়ি বিভক্ত৷ একপক্ষ সুন্নি গোষ্ঠী অর্থাৎ সৌদি আরব জোট৷ অন্যপক্ষ শিয়া গোষ্ঠী অর্থাৎ হুথিদের মদতকারী ইরান৷ এর জেরে মধ্যপ্রাচ্যের রাজনীতি গরম৷ আর গৃহযুদ্ধের জেরে ইয়েমেনের অভ্যস্ত মৃত্যুপুরী৷ -কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে