শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮, ১২:১৩:১৪

প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল ইরাক

প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল ইরাক

আন্তর্জাতিক ডেস্ক : প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল ইরাক৷ অন্তত দশ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ একই সঙ্গে ১৪ জন মতো জখম হয়েছে৷ তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর৷

সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার উত্তর ইরাকের শিরকত এলাকায় ঘটে বিস্ফোরণটি৷ এলাকাটি সুন্নি মুসলিম অধ্যুষিত৷ সেই সময় তিন সুন্নি মুসলিমের অন্তোষ্টিক্রিয়ায় সামিল হয়েছিলেন বহু মানুষ৷ তখনই বিস্ফোরণটি ঘটে৷ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় অনেকের দেহ৷ দেহাংশগুলি রাস্তায় পড়ে থাকতে দেখা যায়৷ বিস্ফোরণে তৎক্ষণাত দশ জন মানুষের মৃত্যু হয়৷ জখম হয় বহু মানুষ৷

এই ঘটনার পিছনে ইসলামিক স্টেটের নাম উঠে আসছে৷ কেননা ইরানে ইসলামিক স্টেটের জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে সরকারের মদত রয়েছে ট্রাইবাল মোবিলাইজেশন ফোর্সের৷ এই ফোর্সের যোদ্ধারা সুন্নি মুসলিম৷

আইএস জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে এই তিন সুন্নি মুসলিম প্রাণ হারিয়েছিল৷ তাদেরই অন্তোষ্টি ক্রিয়ায় সামিল হয় বহু মানুষ৷ জানা গিয়েছে, জঙ্গিরা কবরস্থানের পাশে বিস্ফোরকটি রেখে দেয়৷ কবর দেওয়ার সময় ফেটে যায় বিস্ফোরকটি৷ -কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে