শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮, ০৭:১৫:৩৮

ছয় মন্ত্রীর পদত্যাগ

ছয় মন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার জোট সরকারের ছয় মন্ত্রী পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার কাছে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন। তারা জানিয়েছেন, জোট সরকারের সঙ্গে কাজ অব্যাহত রাখতে তারা অপারগ। খবর শিনহুয়া, এএফপির।

পদত্যাগ করা এই ছয় মন্ত্রী প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা ফ্রিডম পার্টির (এসএলএফপি) সদস্য। শ্রীলঙ্কার জোট সরকারে ক্ষমতাসীন ইউনাইটেড ন্যাশনাল পার্টির একটি অংশীদার দল হচ্ছে এসএলএফপি।

আর ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। পদত্যাগ করা দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়কমন্ত্রী অনুড়া প্রিয়াদর্শনা ইয়াপা সাংবাদিকদের বলেন, এই ছয় মন্ত্রী পদত্যাগের মধ্যদিয়ে এসএলএফপির মোট ১৬ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী তাদের পদ থেকে সরে দাঁড়ালেন।

বুধবার সন্ধ্যায় ওই ১৬ জনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট সিরিসেনা। পদত্যাগ করা পূর্ণ মন্ত্রীরা হচ্ছেন-ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়াসেকারা, সামাজিক ক্ষমতায়ন ও কল্যাণ বিষয়কমন্ত্রী এস.বি দিসসানায়াকে, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়কমন্ত্রী অনুড়া প্রিয়াদর্শনা ইয়াপা, শ্রমমন্ত্রী জন সেনেভিরত্নে, বিজ্ঞান, তথ্য ও গবেষণা বিষয়কমন্ত্রী সুসীল প্রেমাজয়ন্ত এবং দক্ষতা উন্নয়ন ও ভোকেশনাল ট্রেনিং বিষয়কমন্ত্রী চান্দিমা বিরাক্কোদি।

এদিকে প্রেসিডেন্ট অফিসের একজন কর্মকর্তা জানিয়েছেন, এই ১৬ আইনপ্রণেতা সরকারে না থাকলেও তারা প্রেসিডেন্ট সিরিসেনার প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখবেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে