মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮, ১০:১৬:২২

ট্রাম্প-অ্যাবের বৈঠকে গুরুত্ব পাবে উত্তর কোরিয়া

ট্রাম্প-অ্যাবের বৈঠকে গুরুত্ব পাবে উত্তর কোরিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মার-এ-লাগো অবকাশ কেন্দ্রে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেকে স্বাগত জানিয়েছেন। ট্রাম্পের এই পাম বিচে জাপানের প্রধানমন্ত্রীর এটি দ্বিতীয় সফর। খবর এএফপি’র।

দুই নেতার মধ্যে এই বৈঠকে উত্তর কোরিয়া, নিরাপত্তা ও বাণিজ্য ইস্যুগুলোই প্রাধান্য পাবে। দুই দিনব্যাপী এই বৈঠক বুধবার শেষ হবে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ্ স্যান্ডার্স বলেন, ‘নিশ্চিতভাবেই সেখানকার সঙ্গে প্রেসিডেন্টের একটি চমৎকার সম্পর্ক তৈরি হয়েছে।’
অ্যাবের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে মে অথবা জুন মাসে ট্রাম্পের বৈঠকের সিদ্ধান্তটি নেয়া হয়।

আরও ভয়ঙ্কর বিষয়, একজন দক্ষিণ কোরীয় কর্মকর্তা এ বৈঠকের ঘোষণা দেন। এরপর থেকেই টোকিও কর্মকর্তারা চীনকে নিয়ে উদ্বেগ ও মিত্র দেশ দক্ষিণ কোরিয়াকে নিয়ে অস্বস্তিতে রয়েছে।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে