মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮, ১০:৪০:৩৬

মহা দুঃসংবাদ! ফিফার কঠিন শাস্তি পাচ্ছে রাশিয়া

মহা দুঃসংবাদ! ফিফার কঠিন শাস্তি পাচ্ছে রাশিয়া

বিশ্বকাপের স্বাগতিক দেশ রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলেছে ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। গত ২৭ মার্চ প্রীতিম্যাচে ফ্রান্সের খেলোয়াড়দের ‘বানর’ বলায় শাস্তির মুখে পড়তে হতে পারে দেশটিকে।

গত মাসে সেন্ট পিটার্সবার্গে দুই দেশের প্রীতি ম্যাচ চলাকালে ম্যানইউ তারকা পল পগবা ও বার্সা ফরোয়ার্ড উসমানে ডেম্বেলেকে লক্ষ্য করে বারবার এধরনের গালি ছোঁড়েন দর্শকরা। সেসময় মাঠে উপস্থিত ৫০ হাজার দর্শক।

এই দর্শকদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হতে পারে সে বিষয়ে অবশ্য মুখ খোলেনি ফিফা। তবে রাশিয়ান ফুটবল ইউনিয়ন( আরএফইউ) জানাচ্ছে অভ্যন্তরীণ ভাবে অনেকদূর এগিয়ে গেছে তাদের তদন্ত।

‘আমরা নিজেরাই একটি তদন্ত কমিটি গঠন করেছি। আমাদের জানা প্রয়োজন আসলে সেখানে কী হয়েছে। প্রতিটি আন্তর্জাতিক ম্যাচ ফিফার নিয়ম মেনেই মাঠে গড়ায়। আমরা ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের তদন্ত রিপোর্ট পাঠানো শুরু করেছি।’, এমনটাই জানিয়েছেন আরএফইউয়ের অ্যান্টি-ডিস্ক্রিমিনিশন কমিটির প্রধান অ্যালেক্সান্ডার বারানভ। বিশ্বকাপের বাকি আর মাত্র দুই মাস। তারই আগে বর্ণবিদ্বেষের আচরণে বিদ্ধ হওয়া রাশিয়ার জন্য বড় এক ধাক্কাই।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে