বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮, ১০:২৫:০৭

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড শহর, ১৫ জন নিহত

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড শহর, ১৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল শহর। ঝড়ের তাণ্ডবে এখনও পর্যন্ত ১৫ জনের খবর পাওয়া গেছে। এর মধ্যে সাতজনই কলকাতার, হাওড়ায় ৬ জন এবং হাওড়া ও হুগলিতে একজন করে নিহত হয়েছেন।

কালবৈশাখী ঝড়ে চারদিকে গাছ ভেঙে, গাছ উপড়ে অবরুদ্ধ হয়ে পড়েছে কলকাতার রাস্তাঘাট। বিপর্যস্ত হয় বিমান পরিষেবা। বিভিন্ন জায়গায় আটকে পড়েছে ট্রেনও। গভীর রাত পর্যন্ত অনেকেই বাড়ি ফিরতে পারেননি। এদিকে, ট্রেন বাতিল হওয়ায় হাওড়া ও শিয়ালদহ স্টেশনে রাতে অনেকেই আশ্রয় নিয়েছেন। শহরের বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎ বিছিন্ন হয়ে পড়েছে।

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও আশেপাশের জেলাগুলোতে আচমকা প্রচণ্ড বজ্রসহ ঝড়ে কমপক্ষে ১১ জন প্রাণ হারিয়েছে। গতকাল সন্ধ্যায় প্রতি ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে বাতাস বইতে থাকে। শত শত গাছ ভেঙে পড়ার পর রাস্তায় সড়ক চলাচল মারাত্মক বিঘ্ন হয়। ঝড়ে গাছ ভেঙে পড়ায় এবং ভবন ধসে অন্তত ১১ জন নিহত হয়েছে।

যদিও বজ্রসহ বৃষ্টির ব্যাপারে আগেই পূর্বাভাস ছিল তবে এতবেশি বাতাসের গতি থাকবে তেমন কোনও ধারণাই ছিল না। কলকাতা দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তারা বলছেন, বজ্রসহ ঝড়ের সাথে এত বেশি বাতাসের গতি গত কয়েক দশকেও দেখা যায়নি।

কলকাতাবাসী অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। হাঁসফাস করা গরম থেকে মুক্তি পেয়ে আপাতত খুশি বাঙালি। জানা গেছে ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় হচ্ছে কলকাতায়। শুধু কলকাতা নয়। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছে। তবে এই বৃষ্টি ক্ষণিকের বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

হাওয়া অফিসের সূত্রে জানা গিয়েছে, একটি ঘূর্ণাবর্ত বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় রয়েছে। তাই বৃষ্টিতেও কোনও কাজ হচ্ছে না। যার ফলে গরম বাড়ছে। উত্তর পশ্চিম দিক থেরে শুষ্ক হাওয়া ঢুকছে। চলতি সপ্তাহে তাপমত্রা ২-৩ ডিগ্রি বাড়বে বলে জানা গিয়েছে। আবহাওয়া অফিসের মতে ৩৮ থেকে ৩৯ ডিগ্রি ছোঁবে পারদ। মুর্শিদাবাদ, বর্ধমান, ও নদিয়ার তাপমাত্রাও বাড়বে।

যদি আগামী সপ্তাহে বৃষ্টি হয়, তা হলে তা বজ্রবিদ্যুৎ সহ হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে