বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮, ১১:০৮:২০

অবশেষে সাত দশকের যুদ্ধের অবসানের কথা ঘোষণা করতে চলেছে এই দুই দেশ

অবশেষে সাত দশকের যুদ্ধের অবসানের কথা ঘোষণা করতে চলেছে এই দুই দেশ

আন্তর্জাতিক ডেস্ক  : এখনই দুই দেশের মধ্যে জারি আছে ‘যুদ্ধ’। প্রতিবেশী দুই রাষ্ট্রের বিরূপ সম্পর্ক দীর্ঘদিনের। ৬৮ বছর ধরে সেনা সংঘর্ষে উত্তাল দুই কোরিয়া। অবশেষে সাত দশকের যুদ্ধের অবসানের কথা ঘোষণা করতে চলেছে এই দুই দেশ।

সূত্রের খবর, আগামী সপ্তাহেই হবে সেই ঐতিহাসিক বৈঠক। মুখোমুখি বসবেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন। তাঁরা এক যৌথ বিবৃতি দিয়ে জানাবেন যে শেষ হচ্ছে সামরিক সংঘাত। আগামী শুক্রবারই হয়ত চালু হয়ে যাবে দুই দেশের প্রেসিডেন্টের ডিরেক্ট ফোন লাইন।

দুই দেশের এই বৈঠকের পরই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হবেন কিম জং উন। ইতিহাসে প্রথমবার মুখোমুখি হবেন আমেরিকা ও উত্তর কোরিয়ার দুই ‘বর্তমান’ প্রেসিডেন্ট। কয়েক দশক ধরে দুই কোরিয়ার মিলিটারি সংঘাত জারি আছে।

দুই দেশের সীমান্তে মোতায়েন লক্ষাধিক সেনা। সাবমেরিন, যুদ্ধজাহাজ নিয়ে রীতিমত টহলদারি চালায় দুই কোরিয়া। তবে শুধু কাগজে-কলমে নয়, আদতেই সংঘাত মিটে যাবে বলে আশা করা হচ্ছে। -কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে