বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮, ০৮:১১:০৮

বন্দুকধারীর গুলিতে রাখাইনের পুলিশ প্রধান নিহত

বন্দুকধারীর গুলিতে রাখাইনের পুলিশ প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক : বন্দুকধারীর গুলিতে রাখাইনের পুলিশ প্রধান নিহত। মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম অধ্যুষিত রাখাইনের রাথেডং শহরের পুলিশের প্রধান কর্মকর্তাকে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই এলাকায় সন্দেহভাজন এক মাদক বিক্রেতাকে ধরতে সহযোগী দুই কর্মকর্তাকে নিয়ে মঙ্গলবার অভিযান চালানোর সময় গুলিতে প্রাণ যায় তার।

পুলিশের অপর কর্মকর্তা মেজর সোয়ে নাইং বলেন, রাথেডংয়ে গুলিবিদ্ধ উত্তর রাখাইনের পুলিশের ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা লেফটেন্যান্ট থেইন সিওয়েকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়া হয়। এ ব্যাপারে আর কোনো তথ্য দিতে রাজি হননি মেজর সোয়ে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে লেফটেন্যান্ট থেইন সিওয়ে রাথেডংয়ের কিয়াউক ত্যান গ্রামের সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতারে ল্যান্স করপোরাল উইন টিন ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তা সোয়ে নাইন তুনকে নিয়ে অভিযানে যান। তারা ওই গ্রামে পৌঁছানোর পর সন্দেহভাজন ওই মাদকবিক্রেতা পালিয়ে পাশের খারু চউং ও রাখাউং চউং গ্রামের কাছে আত্মগোপন করে।

পুলিশ বলছে, রাস্তার পাশে অভিযানের সময় সশস্ত্র একটি গোষ্ঠী পুলিশের ওপর হামলা চালায়। অভিযানে যাওয়া অপর দুই কর্মকর্তা এ ঘটনায় পালিয়ে আসতে সক্ষম হলেও রাথেডং পুলিশের প্রধান থেইন সিওয়ে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যান। পুলিশ ও সেনাবাহিনীর একটি দল বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত জানতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাওয়া যায়নি।

সূত্র : দ্য ইরাবতি।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে