রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮, ০৫:২৫:৫৪

বিমান দুর্ঘটনায় নিশ্চিহ্ন ব্রাজিলের ক্লাব, দুর্ঘটনার আসল কারন জানা গেল এবার

বিমান দুর্ঘটনায় নিশ্চিহ্ন ব্রাজিলের ক্লাব, দুর্ঘটনার আসল কারন জানা গেল এবার

আন্তর্জাতিক ডেস্ক: ২০১৬ সালে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ব্রাজিলের ক্লাব সাপোকোয়েন্সের খেলোয়াররা একেবারেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। সেই সাথে সব মিলিয়ে মারা গিয়েছিল ৭১ জন মানুষ। আর এমন মর্মান্তিক দুর্ঘটনার পেছনের কারন অবশেষে জানা গেল এবার। বিমানটি জ্বালানির অভাবেই দুর্ঘটনায় পতিত হয়েছিল।

কলম্বিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ২০১৬ সালের এই বিমান দুর্ঘটনার কারণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে এনেছে। তাদের দাবি, আকাশে ওড়ার আগে ওই বিমানে পর্যাপ্ত জ্বালানি ছিলই না। দুর্ঘটনার সেটাই আসল কারণ।

বলিভিয়ার সান্তা ক্রুজে সাময়িক বিশ্রামের পরে কলম্বিয়ার মেদেলিনে উড়ে যাওয়ার কথা ছিল বিমানটির। সান্তা ক্রুজ থেকে বিমানটি ৯ হাজার ৭৩ কোটি জ্বালানি নিয়ে উড়তে শুরু করে বলে উঠে এসেছে তদন্তে। ওই পথের দূরত্ব অনুযায়ী এই পরিমাণ জ্বালানি যথেষ্ট ছিল না।

এর আগেও বেশ কয়েকবার জ্বালানি কম নিয়েই বিমান উড়েছিল আকাশে। তবে সেবার দুর্ঘটনা না ঘটলেও এবার আর রক্ষা পায়নি। সংশ্লিষ্ট পাইলটরাও এই বিষয়ে অবগত ছিলেন যে , জ্বালানি কম। এমনকি তারা দুর্ঘটনার আগে রানওয়েতে আগে নামার অনুরোধও করেনি। বিমনাটি নিয়মের বাইরে ৫০০ কেজি বেশি ওজন বহন করছিলো বলেও জানা গেছে।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে