সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮, ০৬:৫৮:১৮

পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ ব্রিটেনের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ ব্রিটেনের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ জাভিদ ব্রিটেনের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন বলে টুইটারে ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। জাভিদ বর্তমানের কমিউনিটিজ, লোকাল গভর্নমেন্ট অ্যান্ড হাউজিং মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। এর আগে রবিবার স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান আম্বার রাড।

জাভিদ এর আগে ব্যবসা এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। কনজারভেটিভ পার্টির এই নেতা ডয়েচে ব্যাংকেরও সাবেক পরিচালক ছিলেন।

এর আগে ‘উইন্ডরাশ জেনারেশন’ কেলেঙ্কারির ঘটনায় ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী আম্বার রাড পদত্যাগ করেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তিনি অবৈধ অভিবাসীদের বৈধতার বিষয়ে সরকারি কমিটিকে ‘অসাবধানতাবশত বিভ্রান্ত’ করেছেন। প্রসঙ্গত, জাভিদের বাবা একজন বাসচালক। জাভিদের পরিবার ১৯৬০-র দশকে পাকিস্তান থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান। সূত্র: বিবিসি, গার্ডিয়ান
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে