আইএস থেকে অনেক দুর্বল মার্কিন সেনাবাহিনী : আইএস
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সেনাবাহিনীকে ব্যাঙ্গ করে নয়া ভিডিও প্রকাশ করল আইএস৷ মার্কিন সেনাদের ক্ষমতা নিয় প্রশ্ন তুলল তারা৷ আইএসের দাবি, জিহাদিদের থেকে অনেক দুর্বল মার্কিন বাহিনী৷ শুধু সেনাবাহিনীই নয়, আমেরিকার রাজনীতিবিদদের নিয়েও তুচ্ছ-তাচ্ছিল্য করতে ছাড়ল না আইএস জঙ্গিরা৷ তাদের বক্তব্য, জাল নেতাতে ভরে গিয়েছে মার্কিন মুলুক৷ কলকাতা ২৪-এর এক প্রতিবেদনে এখবর দিয়েছে।
ওই ভিডিওতে এক আইএস জঙ্গিকে বলতে শোনা যায়, আফগানিস্তান ও ইরাকে অভিযান চালিয়ে হতোদ্যম হয়ে পড়ছে মার্কিন সেনারা৷ প্রতিবছর আত্মহত্যা করছেন গড়ে ৬,৫০০ জন মার্কিন সেনা৷ ওই ভিডিওয় আমেরিকার বিরুদ্ধে সুর চড়িয়ে ওই জঙ্গি আরও বলে, ‘আমেরিকা, তোমাদের দাবি বিশ্বের শ্রেষ্ঠ সেনাবাহিনী রয়েছে তোমাদের হাতে৷ তোমাদের হয়তো অনেক সেনা ও অস্ত্র রয়েছে, কিন্তু তোমাদের সেনাদের মধ্যে লড়াই করার ইচ্ছাশক্তিটাই নেই৷ নেই সেই পরিমাম সাহস এবং উদ্যম৷ আফগানিস্তান আর ইরাকে পরাজয়ের ভয় এখনও তাদের তাড়িয়ে বেড়ায়৷ প্রতিবছর আত্মহত্যা করে প্রয় সাড়ে ছ’হাজার সেনা৷’
উল্লেখ্য, কয়েকদিন আগে একটি ভিডিও প্রকাশ করে ফের ফ্রান্সে হামলার হুমকি দিয়েছিল আইএস৷ আইফেল টাওয়ার উড়িয়ে দেওয়ার হুমকি দেয় তারা৷
২৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�