বুধবার, ০৯ মে, ২০১৮, ১০:২৩:৪৭

মালয়েশিয়ার নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নিজ আসনে জিতেছেন মাহাথির

মালয়েশিয়ার নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নিজ আসনে জিতেছেন মাহাথির

মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের দল বারিসান ন্যাশনালের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন জোট পাকাতান হারপানের। আজ বুধবার অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। আধুনিক ও সমৃদ্ধ মালয়েশিয়া গড়ে উঠেছে মাহাথির মোহাম্মদের হাত ধরেই।

তবে নির্বাচনের আগে তিনি বলেছেন, মালয়েশিয়াকে নতুন করে সাজাতে এখনও কিছু কাজ বাকি। ২২ বছরের শাসনামলে কিছু ভুল করেছেন বলেও কান্নাভেজা স্বীকারোক্তি দিয়েছেন মাহাথির। চেয়েছেন সংশোধনের সুযোগ। এখন প্রশ্ন, মালয়েশিয়ার জনগণ তাকে সেই সুযোগ দেবে কিনা।

নির্বাচন পূর্ববর্তী জরিপগুলো বলছে ‘না’। যে দলের হয়ে ২২ বছর ক্ষমতায় ছিলেন মাহাথির, জরিপে সেই দলের প্রার্থী নাজিব রাজাকেরই ক্ষমতায় ফেরার আভাস মিলেছে। সুবিধা মতোন নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণও করে নিয়েছেন এই বর্তমান প্রধানমন্ত্রী। বিরোধী জোটকে নৃতাত্ত্বিক চীনা জনগোষ্ঠীর দল আখ্যা দিয়ে মাহাথিরকে সংখ্যাগরিষ্ঠ মালয়ীদের বিপরীতে স্থাপন করার ‘বিভক্তির রাজনীতি’ও করেছেন তিনি।

এদিকে সর্বশেষ ফলাফল অনুযায়ী, ১০৫ আসনের মধ্যে ৫৪টি পেয়েছে রাজাকের দল। আর ৫১টি আসন পেয়েছে মাহাথিরের জোট। ২২২ আসনের পার্লামেন্টে ১১২ আসন পেলেই সরকার গঠন করতে পারবে কোনো দল বা জোট।

মাহাথির ও রাজাক নিজ নিজ আসনে জয় পেয়েছেন। ক্ষমতাসীন দলের ঘাঁটি বলে পরিচিত একাধিক আসনে জয় পেয়েছেন বিরোধী প্রার্থীরা। এছাড়া একাধিক মন্ত্রী বিরোধী প্রার্থীর কাছে হেরে গেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

বিরোধী দলগুলো সরকারি দলের বিপক্ষে নির্বাচনে প্রভাব বিস্তার করার অভিযোগ তুলেছে। স্থানীয় সময় মধ্যরাতের আগেই পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া যাবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে