আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও বর্তমানের কারাবন্দি সাবেক উপ প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঐকবদ্ধ জোট পাকাতান হারপানের জয়জয়কার চলছে। সর্বশেষ খবর পাওয়া তথ্যে দেখা যাচ্ছে, হানপান ভালোভাবেই এগিয়ে আছে বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের জোটের চেয়ে।
এদিকে মাহাথির, নাজিব নিজেদের আসনে জয় পেয়েছেন। একইসাথে নিজের আসনে জিতেছেন আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল।
একইসাথে সাবেক প্রধানমন্ত্রীর অভিযোগ, নাজিব রাজাকের সরকার আনুষ্ঠানিক ফলাফল ঘোষণায় গড়িমসি করছে। ৯২ বছর বয়সী মাহাথির বলেন, ‘আমাদের কাছে খবর এসেছে ইতমধ্যে ১১২ আসনের বেশি পেয়েছি আমরা। মনে হচ্ছে ফলাফল ঘোষণার ক্ষেত্রে কিছু হাঙ্কিপাঙ্কি করার চেষ্টা চলছে।’
তিনি জানান, ১৩টি প্রদেশের মধ্যে ৬টিতে তার জোট জয়লাভ করেছে।
এদিকে দেশটির শীর্ষস্থানীয় একটি সংবাদমাধ্যম মালয়েশিয়াসিকিনি জানাচ্ছে, সর্বশেষ ফলাফল অনুযায়ী, বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের দল বারিসান ন্যাশনালের চেয়ে এগিয়ে আছে মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন জোট পাকাতান হারপান।
১৪০ আসনের ঘোষিত ফলাফলের মধ্যে মাহাথিরের জোট পেয়েছে ৭১ আসন। ৬০টি আসন পেয়েছে নাজিব রাজাকের জোট। বাকিগুলো পেয়েছে অন্যান্য দল। ২২২ আসনের পার্লামেন্টে ১১২ আসন পেলেই সরকার গঠন করতে পারবে কোনো জোট।
এমটি নিউজ/এপি/ডিসি