বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮, ১১:৪৯:১৪

ইসরায়েলকে লক্ষ্য করে ২০টি রকেট ছুঁড়েছে ইরান!

ইসরায়েলকে লক্ষ্য করে ২০টি রকেট ছুঁড়েছে ইরান!

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলকে লক্ষ্য করে ২০টি রকেট ছুঁড়েছে ইরান! ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলা করেছে ইরানের বাহিনী। ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে এই রকেট হামলা চালানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এই হামলা করা হয়েছে বলে দাবি ইসরায়েলি সেনাবাহিনীর।

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, বৃহস্পতিবার সকালে গোলান মালভূমিতে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে প্রায় ২০টি রকেট ছুঁড়েছে ইরানের  রেভ্যুলিশনারী গার্ড। তবে এতে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে, গত সপ্তাহে ইসরায়েল দাবি করেছিল, এই অঞ্চলে ইরানীয়ান বাহিনীর '‌অনিয়মিত অবস্থানের' লক্ষণ দেখা যাচ্ছে। এ কারণে গোলান মালভূমিতে ইসরায়েলি বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। শুধু তাই নয়, ওই অঞ্চল থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার আহবান জানানো হয়েছে।

এদিকে, ইসরায়েল ডিফেন্স ফোর্সেস(আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইরানের এই হামলাকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে আমলে নিচ্ছে। এবং সম্ভাব্য হামলা মোকাবেলায় বৃহত্তর পরিসরে প্রস্তুতি নিচ্ছে।

সূত্র: বিবিসি   

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে