আন্তর্জাতিক ডেস্ক: এইতো কদিন আগেই হয়ে গেল ঈশা অম্বানী ও আনন্দ পিরামলের বাগদান অনুষ্ঠান। ভারতের ধনীতম ব্যক্তি মুকেশ অম্বানীর বাড়িতেই ছিল বাগদানের অনুষ্ঠান। তারকাখচিত অনুষ্ঠানে সকলের নজর কেড়ে নেন মুকেশ-পুত্র আকাশ অম্বানী। ঈশা ও আকাশ যমজ ভাইবোন। ঈশার বাগদানের মুহূর্তকে দুরন্ত বক্তৃতায় স্মরণীয় করে রাখলেন আকাশ।
গত কয়েকদিন ধরেই মুকেশ-কন্যার বাগদান পর্বের নানা ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সবচেয়ে আলোচিত আকাশের বক্তৃতার ভিডিও।
ভিডিওটিতে ভাই ও বোনের পবিত্র সম্পর্ককে ব্যাখ্যা করেন আকাশ। সুরসিক আকাশ ঈশাকে বস বলে খুনসুটিও করেন। তার পর ভাইবোনের সম্পর্কের রসায়ন উঠে আসে তাঁর বক্তৃতায়। বলতে বলতে আবেগপ্রবণ হয়ে পড়েন আকাশ। সেই আবেগপ্রবণ ভিডিও উঠে আসে ক্যামেরায়।
এমটি নিউজ/এপি/ডিসি