শুক্রবার, ১১ মে, ২০১৮, ১১:৪৫:৫৬

ভয়ঙ্কর সেই মিসাইল জনসমক্ষে আনল রাশিয়া

ভয়ঙ্কর সেই মিসাইল জনসমক্ষে আনল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক :  ভয়ঙ্কর সেই মিসাইল জনসমক্ষে আনল রাশিয়া। সামরিক শক্তিতে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে রাশিয়া অন্যতম। দেশটির অস্ত্রভাণ্ডারে আছে ভয়ঙ্করসব অস্ত্র। তারই জের ধরে রাশিয়া প্রথমবার জনসমক্ষে ‘ডুমসডে ওয়েপন’ বা ধ্বংসের অস্ত্র নিয়ে এলো। কেএইচ-৪৭এম২ কিনজাল নামে একটি হাইপারসনিক নিউক্লিয়ার মিসাইল প্রকাশ্যে এসেছে মস্কো।

রাশিয়ার বিজয় দিবসের প্যারেডে ওই অস্ত্র প্রদর্শন করা হয়। গত মার্চেই এই বিশেষ ক্ষমতাসম্পন্ন কৌশলী অস্ত্রের কথা ঘোষণা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিনের প্যারেডে দু'টি মিগ-৩১বিএম ফাইটার জেটের সঙ্গে যুক্ত করা হয়েছিল একটি করে কিনজাল মিসাইল।

এটি একটি এয়ার-টু-সার্ফেস মিসাইল। শব্দের গতির থেকে ১০ গুন বেশি গতিতে পৌঁছতে পারে এই মিসাইল। অন্য যেকোনো অ্যান্টি-মিসাইল সিস্টেমের পক্ষে এটি আটকানো বেশ কঠিন।

জানা গেছে, এই মিসাইলের রেঞ্জ প্রায় ২০০০ কিলোমিটার। সমুদ্রের মাঝে থাকা টার্গেটেও আঘাত করতে পারবে এটি। এটির দৈর্ঘ্য আট মিটার ও ১ মিটার চওড়া। এতে ৪৮০ কেজির নিউক্লিয়ার ওয়ারহেড থাকা সম্ভব। ২০১৮ সালের মার্চে মিগ-৩১বিএম থেকে এই মিসাইল পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়।

এদিকে পেন্টাগনের রিপোর্ট অনুযায়ী, সমুদ্রের গভীরে চালাতে একটি ডুবন্ত নিউক্লিয়ার টর্পেডো তৈরি করছে রাশিয়া। আমেরিকার প্রতিরক্ষা বিভাগের তৈরি একটি রিপোর্টে অন্যান্য দেশের নতুন অস্ত্র ভাণ্ডার সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে।

সেই রিপোর্ট থেকেই জানা গেছে, রাশিয়া এই ইন্টারকন্টিনেন্টাল, পরমাণু চালিত ও পরমাণু অস্ত্রবাহী, ডুবন্ত ও স্বয়ংক্রিয় টর্পেডো তৈরি করছে। সাধারণ ভাষায় এই ধরনের যুদ্ধযানকে ‘স্টেটাস-৬’ আখ্যা দেওয়া হয়। একে ‘ডুমসডে ওয়েপন’ বা ধ্বংসের অস্ত্রও বলে থাকেন সামরিক বিশেষজ্ঞরা।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে