শুক্রবার, ১১ মে, ২০১৮, ০৯:১৯:২২

'ইরান যুক্তরাষ্ট্র বা ইউরোপের ধার ধারবে না'

'ইরান যুক্তরাষ্ট্র বা ইউরোপের ধার ধারবে না'

আন্তর্জাতিক ডেস্ক : ইরান কত কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করবে সে সম্পর্কে যুক্তরাষ্ট্র বা ইউরোপের মতামতের ধার ধারবে না বলে মন্তব্য করেছেন তেহরানের কেন্দ্রীয় মসজিদের খতিব আয়াতুল্লাহ আহমাদ খাতামি।

শুক্রবার তেহরানের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলে, পরমাণু সমঝোতা পুরোপুরি কার্যকর করতে এবং ইরানের ক্ষতি পুষিয়ে দিতে তেহরান ইউরোপকে যে সময় বেঁধে দিয়েছে তা পার হলে ইরানও এ সমঝোতা থেকে বেরিয়ে যাবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।

খাতামি বলেন, যুক্তরাষ্ট্র বা ইউরোপ কারো ওপর আস্থা রাখা যায় না এবং প্রতিশ্রুতি লঙ্ঘনের দিক দিয়ে ওয়াশিংটনের চেয়ে ব্রাসেলস কোনো অংশে কম নয়।

তিনি বলেন, ইরানে ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রথম দিন থেকেই শত্রুরা এই সরকারব্যবস্থা উৎখাতের চেষ্টা করে এসেছে বলে তিনি জানান।

তেহরানের জুমার নামাজের খতিব বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দুর্বল করতে চান এবং তার সঙ্গে সুর মিলিয়ে মধ্যপ্রাচ্যের কিছু আরব দেশ ইরানের শক্তিমত্তাকে সহ্য করতে পারছে না।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে