সোমবার, ১৪ মে, ২০১৮, ০৭:৩৩:৫৩

প্রচণ্ড ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ৭০

প্রচণ্ড ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ৭০

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে প্রচণ্ড ধূলিঝড় ও বজ্রপাতে ৭০ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। সরকারি সূত্র সোমবার এই তথ্য জানায়। কেন্দ্রীয় ও রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, রবিবার ভারতের উত্তর, পূর্ব ও দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ১শ’ কিলোমিটার (৬২ মাইল) বেগে বয়ে যাওয়া ঝড়ে গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে ফেলে দেয় এবং বাড়িঘর ভেঙে যায়। খবর এএফপি’র। 

উত্তর প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের টি পি গুপ্ত জানান, রাজ্যের ওপর দিয়ে বয়ে যাওয়া বজ্রসহ ঝড় ও শিলাবৃষ্টি কারণে চল্লিশ জনের মৃত্যু হয়। এছাড়া ঝড়ো বাতাসে প্রায় ৪০ টি বাড়ি ভেঙে পড়ে ৮০ জনের মত আহত হয়। 

এদিকে রবিবারের বজ্রবৃষ্টিতে পশ্চিম বঙ্গে ১৪ জন ও অন্ধ্র প্রদেশে ১২ জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, সোমবারের ঝড়ে বিহারে ২ জন ও রাজধানী দিল্লিতে ২ জনের মৃত্যু হয়। 

ঝড়ের কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, এসময় পথ ঘুরিয়ে দেয়া হয় ৭০ টি ফ্লাইটের। আগামী দুই দিনের মধ্যে দেশের উত্তর-পূর্ব দিক দিয়ে প্রচন্ড বেগে ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করে দিয়েছে আবহাওয়া দফতর। প্রতিবছর একই ধরনের ঝড় আঘাত হানলেও এবছর প্রাণহানির সংখ্যা বেশি হয়েছে। 

বৃহস্পতিবার দেশজুড়ে বজ্রবৃষ্টিতে ২২ জনের মৃত্যু হয়। এর আগে, গত ২ মে ধূলিঝড়ে রাজস্থান, উত্তর পাঞ্জাব ও উত্তরাখণ্ড রাজ্যে ১শ’ ৩৪ জনের মৃত্যু হয়। এএফপি।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে