সোমবার, ১৪ মে, ২০১৮, ০৭:৪২:০২

সংঘর্ষ-গুলি, নিহত ৪১

সংঘর্ষ-গুলি, নিহত ৪১

আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর বিরোধী বিক্ষোভে গুলি চালিয়ে অন্তত ৪১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এসময় ইসরাইলের আগ্নেয়াস্ত্র ও কাঁদানে গ্যাসের আঘাতে আরও প্রায় পাঁচ শতাধিক ফিলিস্তিনি আহত হওয়ার খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
 
অবরুদ্ধ গাজা উপত্যকার ইসরাইলি সীমান্ত সংলগ্ন এলাকায় ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ আন্দোলনের অংশ হিসেবে সোমবার সকাল থেকেই ফিলিস্তিনিরা জড়ো হন। এই বিক্ষোভে প্রায় লাখ খানেক ফিলিস্তিনি অংশ নেন। এসময় তারা সীমান্ত বেড়া ডিঙিয়ে ইসরাইলি ভূখণ্ডে প্রবেশের চেষ্টা চালায়। 

১৯৪৮ সালের ১৫ মে হাজার হাজার ফিলিস্তিনিকে নিজ বাড়ি-ঘর থেকে উচ্ছেদ করে ইসরাইলি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়। ফিলিস্তিনিরা দিনটিকে ‘নাকবা’ বা বিপর্যয় দিবস হিসেবে পালন করে থাকে। 

এবার নাকবা দিবসে নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার আদায়ের দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন ফিলিস্তিনিরা। গাজা উপত্যকার প্রায় ৭০ শতাংশ বাসিন্দা ওই ঘটনায় বিতাড়িত হয়ে নিজেদের মাতৃভূমি হারিয়েছেন। বিবিসি ও আল জাজিরা।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে