সোমবার, ১৪ মে, ২০১৮, ০৮:৫৮:৪১

ইসরাইলের নয়, জেরুজালেম হবে ফিলিস্তিনের রাজধানী: এরদোগান

ইসরাইলের নয়, জেরুজালেম হবে ফিলিস্তিনের রাজধানী: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক: তেলআবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস সরিয়ে জেরুজালেমে নেয়ার পদক্ষেপের বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

জেরুজালেম ইসরাইলের নয়, বরং এটি ফিলিস্তিনের রাজধানী হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

রোববার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বিবিসি উর্দুকে দেয়া এক সাক্ষাৎকারে এরদোগান এসব কথা বলেন।

এ সময় ইসরাইল মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সাক্ষাৎকারে এরদোগান বলেন, ইসরাইলি শাসকগোষ্ঠী সিরিয়ায় অপ্রয়োজনীয় আগ্রাসন চালাচ্ছে। মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে তেলআবিব।

তুর্কি গণমাধ্যম আনাদলু এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার লন্ডনে টার্কেন ফাউন্ডেশন আয়োজিত ডিনারে অংশ নিয়ে প্রেসিডেন্ট এরদোগান বলেন, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী করার জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া সত্ত্বেও পূর্ব জেরুজালেম হবে ফিলিস্তিনের রাজধানী।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে