সোমবার, ১৪ মে, ২০১৮, ১১:৩৪:২৭

এবার আজান নিষিদ্ধ হলো জেরুজালেমে

এবার আজান নিষিদ্ধ হলো জেরুজালেমে

আন্তর্জাতিক ডেস্ক: মুসলিমদের পবিত্র জায়গা জেরুজালেমে ইসরাইলের রাজধানী স্থাপনের কথা আগের থেকেই বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ত ডনাল্ড ট্রাম্প। জাতিসংঘের ভোটে ৯টিদেশ ভাদে সব দেশেই ত্রাম্পের এই সিদ্ধান্তের পক্ষে ছিলো।

তেল আবিব থেকে জেরুজালেমে রাজধানী স্থাপনের পর আজ সেখানে মাঋকিন দূতাবাস স্থাপন করা হয়। তেলআবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের কার্যক্রম শুরুর পর সেখানে আজান দেয়া নিষিদ্ধ করেছে ইসরাইল।

দূতাবাস উদ্বোধনের অনুষ্ঠানে ট্রাম্পকে উদ্দেশ করে বহু ব্যানার প্রদর্শন করা হয়। ওইসব ব্যানারে ‘ট্রাম্প মেক ইসরাইল গ্রেট’ এবং ‘ট্রাম্প ইজ এ ফ্রেন্ড অব জিওন’ স্লোগান লেখা ছিল।

এদিকে সোমবার সকাল থেকে ফিলিস্তিনিরা গাজায় বিক্ষোভ করতে থাকলে ইসরাইলি সেনাবাহিনী নির্বিচারে তাদের ওপর গুলি চালায়। এত মারা যান ৪১ জন বেসামরিক ফিলিস্তানী।

এমটিনিউজ২৪.কম/এম/আই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে