মঙ্গলবার, ১৫ মে, ২০১৮, ০৪:০০:৪৭

ব্যাপক সহিংসতা, ১২ জনের প্রাণহানি

ব্যাপক সহিংসতা, ১২ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ব্যাপক গোলাগুলি ও বোমাবাজির খবর পাওয়া গেছে। এতে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন কমপক্ষে ৪৩ জন। পশ্চিমবঙ্গের ৬ জেলায় ওই প্রাণহানি ঘটেছে। 

অভিযোগ, গতকাল বিভিন্ন স্থানে ব্যালট ছিনতাই, ভোটদানে বাধা, এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া,ব্যালটে জোর করে সিল মেরে ভোট দেওয়াসহ ব্যালট বাক্স খুলে নেওয়া হয়েছে। 

ওই ঘটনার প্রতিবাদে সিপিএম নেতৃত্ব পশ্চিমবঙ্গ নির্বাচনে কমিশনের সামনে অবস্থানে বসেছে। এ ছাড়া কংগ্রেস ও বিজেপি দলীয় সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করেছে। 

এদিকে, সিপিএম, বিজেপি ও কংগ্রেসের অভিযোগে বলা হয়েছে, বোমাবাজি, গুলিবর্ষণ, মারধর, বুথ দখল দিয়েই সোমবার শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচন। 

অন্যদিকে, তৃণমূলের মহাসচিবে দাবি, ওই অভিযোগ মিথ্যা। তিনি বলেন, বিজেপি, কংগ্রেস এবং সিপিএম নির্বাচন ভণ্ডুল প্রচেষ্টায় ছিল। শান্তিপূর্ণভাবেই ভোটদান হয়েছে। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, পিটিআই  
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে