মঙ্গলবার, ১৫ মে, ২০১৮, ০৫:২৬:৩৭

ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা: তিন দিনের শোক পালনের ঘোষণা তুরস্কের

ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা: তিন দিনের শোক পালনের ঘোষণা তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক: গতকাল সোমবার জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধনকে কেন্দ্র করে গাজায় বিক্ষোভে অন্তত ৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে তিন দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে তুরস্ক। এদিকে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে তুর্কি রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটি। 

তুরস্কের উপপ্রধানমন্ত্রী বেকির বোজডাগ এ কথা জানিয়েছেন।  
 
তুর্কি উপপ্রধানমন্ত্রী জানান, বর্তমানে তাদের ওয়াশিংটন ডিসি ও তেলআবিবে অবস্থানরত রাষ্ট্রদূতদের তলব করা হয়েছে। পরবর্তী করণীয় নির্ধারণে পরামর্শের জন্য তাদের ডেকে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ফিলিস্তিনে গণহত্যার তীব্র নিন্দা জানাই আমরা। ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে তিন দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে তুর্কি সরকার।

তিনি জানান, ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি)জরুরি বৈঠকের আহবান করেছে আঙ্কারা। 

সূত্র: আল-জাজিরা
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে