চীনের উদ্দেশ্যে ভারতের ক্ষেপণাস্ত্র
আন্তর্জাতিক ডেস্ক : চীনের উদ্দেশ্যে তৈরী ভারতের ‘পৃথ্বী-২’ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রটি ভারতের ওড়িশা উপকূলে চাঁদিপুর টেস্ট রেঞ্জ থেকে উৎক্ষেপণ করা হয়।
ভারতের এই সর্বাধুনিক ক্ষেপণাস্ত্রটি ২৫০ থেকে ৩৫০ কিলোমিটার দূরে শত্রু পক্ষের ঘাঁটিতে গিয়ে পরমাণু অস্ত্র নিক্ষেপ করতে পারবে। প্রায় সাড়ে আট মিটার লম্বা এবং চার হাজার ছ’শো কিলোগ্রাম ওজনের ক্ষেপণাস্ত্রটি বহন করতে পারে পাঁচশো কিলোগ্রামের পরমাণু অস্ত্র। এই ক্ষেপণাস্ত্রটি চালানোর জন্য ব্যবহার কার হয় তরল জ্বালানি। ভারতীয় বিমান বাহিনীর বানানো ওই ক্ষেপণাস্ত্রটির প্রথমবার সফল উৎক্ষেপণ করা হয়েছিল ১৯৯৬ সালের ২৭ জানুয়ারি। তার পর ২০০৪ সাল পর্যন্ত ওই ক্ষেপণাস্ত্রটিকে ধাপে ধাপে উন্নত করা হয়। বহু দূর থেকে নিখুঁত ভাবে শত্রু পক্ষের ঘাঁটি চীনে নিতে ও তার ওপর আঘাত হানতে সর্বাধুনিক ‘ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম’ রয়েছে এই ভারতীয় ক্ষেপণাস্ত্রে। এই ক্ষেপণাস্ত্রটি শত্রু পক্ষের অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রেরও নজর এড়িয়ে যেতে পারে। সরকারি ভাবে এই ক্ষেপণাস্ত্রটি ভারতীয় বিমান বাহিনীর হাতে এসেছে ২০০৩ সালে।
২৭, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ