বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮, ০৫:১১:১৬

চীনে রোজা রাখায় সরকারি নিষেধাজ্ঞা

চীনে রোজা রাখায় সরকারি নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: চীনে এবারও রোজা রাখা ও ধর্মীয় রীতি নীতি পালনের উপর নিষেধজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার।জানা গেছে চীনের শিনঝিয়াং প্রদেশে প্রায় এক কোটি মুসলমান বসবাস করেন।কিন্তু কয়েক বছরের মত এবারও রোজা পালনের ক্ষেত্রে নিষধাজ্ঞা দিল প্রশাসন। আজ চীনা ওয়েব সাইড গুলোতে এই নিষেধাজ্ঞা জারি কর হয়।

ঐ নিষেধাজ্ঞায় যা বল হয়েছে,সরকারি চাকরিজীবী, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকরা রোজা রাখতে পারবেন না।পাশাপাশি মুসলিম মালিকদের রেস্তোরাঁ খোলা রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

চীনের শিনজিয়াং অঞ্চলে মূলত চীনের মুসলিম উইঘুর সম্প্রদায়ের মানুষরা বসবাস কর।আর কয়েক বছর ধরেই চীনের কমিনিষ্ট সরকার রোজা রাখার ব্যাপারে নিষধাজ্ঞা আরোপ করে রেখেছে।

ঐ ওয়েব সাইডে আরো বলা হয়েছে,‘পুরো রমজান মাসে হোটেল, রেস্তোরাঁ-সহ যাবতীয় খাবারের দোকান খোলা রাখতে হবে।তবে আশংকা করা হচ্ছে এই নিষেধাজ্ঞায় জাতিগত উত্তেজন বাড়তে পারে। এই জাতিগত সংঘাত এই অঞ্চলে অনেক মানুষের প্রাণ নিয়েছ ইতিমধ্যে।
এমটিনিউজ২৪.কম/এম/আই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে