আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের।
কায়রোতে আরব লীগের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক জরুরি বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমরা মার্কিন এ সিদ্ধান্তকে প্রত্যাখান করছি এবং এটি ফিলিস্তিনের স্বার্থ বিরুদ্ধ। এর কোনো আইনগত ভিত্তি নেই। সারাবিশ্ব একে প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, ফিলিস্তিনি ইস্যুকে তার দেশ সবসময় প্রাধান্য দিয়ে এসেছে।
এদিকে আরব লীগের সাধারণ সম্পাদক আহমেদ আবু আল-ঘেইত ফিলিস্তিনে ইসরায়েলের যে দখলদারিত্ব চলছে তার বিরুদ্ধে গ্রহণযোগ্য তদন্তের দাবি জানান। এধরনের দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত ওই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস