শুক্রবার, ১৮ মে, ২০১৮, ০৯:০৯:০৬

যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি বন্ধের হুমকি তুরস্কের

 যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি বন্ধের হুমকি তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের আসন্ন নির্বাচনে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপল’স পার্টি বা সিএইচপির প্রেসিডেন্ট প্রার্থী মুহাররেম ইনসে তুরস্কে মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন। তুরস্কের ইনজারলিক ঘাঁটি হচ্ছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি।

তুরস্কের ফক্স টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে নির্বাসিত তুর্কি ধর্মীয় নেতা ফতেউল্লাহ গুলেনকে যদি ওয়াশিংটন আগামী ক্রিসমাসের আগে ফেরত না দেয় তাহলে ইনজারলিক বিমানঘাঁটি বন্ধ করে দেয়া হবে। ওয়াশিংটনকে অবশ্যই গুলেনের বহিষ্কারের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

যুক্তরাষ্ট্রের উদ্দেশে করে ইনসে আরো বলেন, যদি আপনারা গুলেনকে ফেরত না দেন তাহলে আমরা ইনজারলিক ঘাঁটি বন্ধ করে আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে মার্কিন সেনা ফেরত পাঠাব যাতে তারা দেশে গিয়ে পরিবারের সঙ্গে বড়দিন উদযাপন করতে পারে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে