শনিবার, ১৯ মে, ২০১৮, ১০:৫৮:০১

বিমান বিধ্বস্ত, এবার নিহত শতাধিক

বিমান বিধ্বস্ত, এবার নিহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক: কিউবার রাজধানী হাভানায় ১০৫ জন যাত্রী ও ৯ জন বিদেশি ক্রু নিয়ে বিধ্বস্ত প্লেনের প্রায় সবাই নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

শুক্রবার দেশটির হোসে মার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের পরপরই রাষ্ট্রায়াত্ত বিমান পরিবহন সংস্থা কিউবানার বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি দুর্ঘটনায় পড়ে।

উড়োজাহাজটিতে ১০৪ জন যাত্রী ছিলেন। ৯ জন বিদেশি ক্রু ফ্লাইট পরিচালনা করছিলেন। বিধ্বস্তের পর ৩ জনকে জীবিত উদ্ধারের খবর দিয়েছে কিউবার কমিউনিস্ট পার্টির মুখপত্র গ্রানমা পত্রিকা। তবে তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক বলেও জানানো হয়েছে।

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেল দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে এসে বলেন, দুর্ভাগ্যজনক একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। খবর খুব আশাজাগানিয়া নয়। অনেক বেশি প্রাণহানির আশঙ্কা রয়েছে।

বিধ্বস্তের কারণ সম্পর্কে তাৎক্ষণিক ভাবে কিছু জানা যায়নি। উড়োজাহাজটি অভ্যন্তরীণ ফ্লাইটে হাভানা থেকে ওলগিনে শহরে যাচ্ছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরই নিচে নেমে আসতে থাকে এবং বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে