আন্তর্জাতিক ডেস্ক: শতাধিক যাত্রী নিয়ে কিউবার রাজধানী হাভানায় বিধ্বস্ত প্লেনের দুইটি ব্ল্যাক বক্সের মধ্যে একটি উদ্ধার করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, 'গুড কন্ডিশনে' থাকা প্লেনটি কেন বিধ্বস্ত হল এবার তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি দ্বিতীয় ব্ল্যাক বক্সটিও উদ্ধারে চেষ্টা চলছে।
কিউবার রাজধানী হাভানায় গত শুক্রবার স্থানীয় সময় বেলা ১২টা নাগাদ বোয়িং ৭৩৭ বিমানটি একশ পাঁচজন যাত্রী এবং ছয়জন ক্রু নিয়ে উড়ছিল। কিন্তু বিমানবন্দর ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই বিমানটি একটি ক্ষেতের মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।
তিন দশকের মধ্যে কিউবায় এটা সবচেয়ে বড় ধরনের দুর্ঘটনা। ওই বিমানে কিউবার একশ চার জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিল বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। জানা গেছে, দুর্ঘটনার সময় আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং হালকা বৃষ্টিও হচ্ছিল।
এমটি নিউজ২৪.কম/এম/আই