আন্তর্জাতিক ডেস্ক: ড্যানিশ ইমিগ্রেশন এবং ইন্টিগ্রেশনমন্ত্রী ইনজার স্টোজবার্গ অভিবাসন ও মুসলিমবিদ্বেষী । তিনি এবার রোজা নিয়ে ভয়ংকর মন্তব্য করে আলোচনায় এসেছেন। তিনি বলেন, মুসলিমদের রোজা রাখা আমাদের সবার জন্য ভয়ঙ্কর হুমকি।’
রোজার সময় মুসলিমদের অফিস থেকে ছুটি নিতে বলেছেন তিনি। তিনি বলেন, ‘বাকি ডেনিশ সমাজের জন্য নেতিবাচক পরিণতি এড়াতে আমি মুসলিমদের বলবো তারা যেন রোজার মাসে অফিস থেকে ছুটি নিয়ে নেয়।’
এই মন্ত্রীর আশঙ্কা, রোজা রাখার কারণে ‘নিরাপত্তা ও উৎপাদন ক্ষমতায়’ নেতিবাচক প্রভাব পড়তে পারে। তিনি উদাহরণ দিয়ে বলেন, একজন বাস চালক ১০ ঘণ্টার বেশি কোনো কিছু খায় না এবং পান করে না। ‘এটা আমাদের সবার জন্য ভয়ঙ্কর হতে পারে’।
এই ইসলাম বিদ্বেষী মন্ত্রী বিস্ময় প্রকাশ করে আরো বলেন, ‘আমি বিস্মিত হই, ১৪০০ বছর আগে ইসলামের একটি অবশ্য পালনীয় ধর্মীয় বিধান যদি ২০১৮ সালে ডেনমার্কে আমাদের সমাজ এবং শ্রমবাজারের সঙ্গে মানানসই বলা হয়।’
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস