বুধবার, ২৩ মে, ২০১৮, ০৮:১৯:৫৩

নিকোলাস মাদুরোকে এরদোগানের অভিনন্দন

নিকোলাস মাদুরোকে এরদোগানের অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক: ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে নিকোলাস মাদুরো ফের নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় বুধবার এ খবর জানিয়েছে। খবর এএফপির।

যদিও সদ্য সমাপ্ত ভেনিজুয়েলার নির্বাচনটি আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও এরদোগান ছাড়া খুব কম বিশ্ব নেতাই ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের তীব্র নিন্দা জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বলেছে, নির্বাচনে অনিয়ম হয়েছে এবং তা আন্তর্জাতিক মান অক্ষুণ্ন রাখতে ব্যর্থ হয়েছে।

তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদুলু বলছে, এরদোগান মাদুরোকে টেলিফোনে অভিনন্দন জানান এবং দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে নির্বাচনে পুনরায় জয়ী হওয়ায় প্রেসিডেন্ট মাদুরোকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে বেইজিং বলছে, ভেনিজুয়েলার জনগণের পছন্দের ওপর সবার শ্রদ্ধাশীল থাকা উচিত।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে