রবিবার, ২৭ মে, ২০১৮, ১০:৩৮:২৬

পেঁয়াজের কেজি ১ টাকা, কৃষকের মাথায় হাত!

পেঁয়াজের কেজি ১ টাকা, কৃষকের মাথায় হাত!

আন্তর্জাতিক ডেস্ক: এশিয়া মহাদেশের সবচেয়ে বড় সবজি বাজার যেন এটি। এই চিত্র নাসিকের। নাসিকে এত পেঁয়াজের ফলন হয়েছে যে পেঁয়াজের দাম পরে গিয়েছে। আপনাদের জানিয়ে রাখি একটা সময় গোটা দেশ জুড়ে পেঁয়াজের দাম ছিল আকাশ ছোঁয়া।

নাসিকের পিপুলগাঁও পেঁয়াজ মান্ডিতে শুক্রবার ১ টাকা দরে পেঁয়াজ বিক্রি হলো। পাইকারি দরে যখন ব্যবসায়ীরা দাম লাগাচ্ছিলো তখন তারা ১ টাকা দিয়ে শুরু করে। ব্যাবসায়ীদের ১ টাকার ডাক এদিন কৃষকদের চোখে জল এনে দেয়। ব্যাবসায়ীরা জানায় অতিরিক্ত ফলন হওয়ার ফলে দাম কমেছে পেঁয়াজের।

কিন্তু এতটা দাম কমে যাবে ভাবতে পারেন নি কৃষকেরা। বছরের একটা সময় ৮০টাকা দরেও পেঁয়াজ বিক্রি করেন তারা। এভাবে দাম পরবে ভাবতে পারেন নি। কিন্তু তা বলে ১ টাকা!
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে