৩০০ বছরের শিল্পকে বাচিয়ে রেখেছে যে পরিবার
আন্তর্জাতিক ডেস্ক : প্রায় তিনশো বছরের পুরনো একটি শিল্প বাঁচিয়ে রেখেছে ভারতের একটি মাত্র মুসলিম পরিবার। এই শিল্পই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার হাতে তুলে দিয়েছিলেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাটের ভূজ ছাড়িয়ে কচ্ছ জেলার নিরোনা গ্রামে বসবাস খাত্রি পরিবারের। গফ্ফুরভাই খাত্রি তার পূর্ব পুরুষের কাছ থেকে শিখে ছিলেন রোগান শিল্প। সেই ঐতিহ্যের ধারা বহন করে চলেছেন পরিবারের অন্য সদস্য সুমার, জব্বার খাত্রিরা। মনে করা হয় এই রোগান শিল্প এসেছিল পারস্য থেকে। প্রধানত ক্যাস্টর অয়েলের সঙ্গে রঙ মিশিয়ে তাতে কলম বা ধাতব কাঠি চুবিয়ে পোশাক, অন্যান্য সামগ্রীর ওপর আঁকা হয়ে থাকে। অতি সূক্ষ্ম এই সব চিত্রকর্ম। প্রাচীন এই সনাতন শিল্পকর্ম দেখা ও কেনার সুযোগ মিলবে ভারতের বিধাননগরের সেন্ট্রাল পার্কের কারিগরহাটে। এই খাত্রি পরিবারের অনেকেই এই শিল্পকর্মের জন্য পেয়েছেন ভারতের জাতীয় পুরস্কার। এদেশ ছাড়িয়ে বিদেশেও তাদের শিল্পের সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। কারিগরহাটের স্টলে বসে এক নাগাড়ে কাপড়ের ওপর রোগান শিল্পকর্ম করে চলেছেন খাত্রি পরিবারের এক সদস্য জব্বার। কীভাবে তৈরি করা হয় সূক্ষ্ম এই চিত্রকলা? জব্বার জানালেন, ক্যাস্টর অয়েল গরম করে করে আঠার মতো অবস্থায় নিয়ে আসা হয়। এবার তার সঙ্গে গুঁড়ো রঙ মিশিয়ে এক একটি পাত্রে রেখে জলে ভিজিয়ে রাখা হয়। এর পর ৬ ইঞ্চি লম্বা ধাতব কাঠি বা পেন দিয়ে সেই রঙ লাগিয়ে কাপড়ের ওপর করা হয় নকশা। শুধু পোশাক নয়, বেড কভার, টেবিল ক্লথ, বালিশের কভার এমনকী ফাইল, ফোল্ডারও আঁকা হচ্ছে এই ভাবেই। পুরো ভারতে শুধুমাত্র এই পরিবারই এই সনাতন শিল্পটিকে বাঁচিয়ে রেখেছে। তাদের ইচ্ছে আরও মানুষ যাতে এই শিল্প শিখতে পারেন তার জন্য একটি স্কুল খোলা।
৩০, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ