আন্তর্জাতিক ডেস্ক: হাতে টাকা আর তা খরচ করতে পারলেই হলো অতঃপর শয্যাসঙ্গী হিসেবে মিলছে বিমান সেবিকা, গৃহবধূ, কলেজছাত্রী, টিভি অভিনেত্রী, নামকরা মডেল কিংবা উঠতি মডেলদের।
যদিও বেশ কিছু দিন ধরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। কিন্তু এরপরেও দিন দিন মধুচক্র বা স্কট সার্ভিসও বেপরোয়া ভাবে বাড়ছে।
কলকাতায় স্কর্ট সার্ভিসের নামে চালু রয়েছে অনেক ওয়েবসাইট। আর ওইসব ওয়েবসাইট গেলেই এ সব তথ্য পাওয়া যায়। আর অনলাইনে পা রাখলে সবাই যেন হাতের নাগালে।
তবে এজন্য পারিশ্রমিক নেন না তারা। তারা যে টাকা নেন তাকে ডোনেশন হিসেবে সজ্ঞায়িত করেন। ঘণ্টাপ্রতি হিসেবে কিংবা সারা রাতের চুক্তি। এভাবেই খোলামেলা তথ্য সাইটেই পরিষ্কার করে দেওয়া রয়েছে।
তথ্যমতে, সবচেয়ে কম খরচ কলেজপড়ুয়া বা গৃহবধূদের ক্ষেত্রে। সবচেয়ে বেশি খরচ ‘স্ট্রাগলিং অ্যাক্ট্রেস’ আর ‘ভিআইপি মডেল’দের সঙ্গে সময় কাটাতে চাইলে। ঘণ্টায় প্রায় এক লাখ টাকা। তবে সারা রাতের জন্য কিছুটা ছাড়ে দুই লাখ টাকায় ভিআইপি মডেলের জন্য এক রাতে পাওয়া যাবে সঙ্গী!